আঙ্কারায় পার্লামেন্ট ভবনের কাছে বিস্ফোরণ

তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনের কাছে রোববার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দিনের শেষে পার্লামেন্ট হাউসে নতুন অধিবেশন শুরুর জন্যে এটি খোলার কথা ছিল।

তুরস্কের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওই্ এলাকা থেকে গোলাগুলির শব্দও শোনা গেছে। জরুরি পরিষেবাসমূহকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যেতে দেখা গেছে। (বাসস ডেস্ক)