জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী দু'গ্রুপের শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনায় আজও বিশ্ববিদ্যালয়ের দুই প্রশাসনিক ভবন অবরোধ করেছে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির সমর্থিত শিক্ষকরা।
বুধবার সকাল ৮টায় থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করেছে শরীফ এনামুল সমর্থিত শিক্ষকরা। অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত।
গতকাল পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচির সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার গ্যারেজে তালা দেয়া নিয়ে উপাচার্য ফারজানা ইসলামের সমর্থক এবং সাবেক উপাচার্য শরীফ এনামুল সমর্থিত শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
উভয় পক্ষই উপাচার্যের নিকট এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য ৩ সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করেন। এবং আজ শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভার ও আহ্বান জানান।
এ বিষয়ে শরীফ এনামুল সমর্থিত শিক্ষক অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, "আমরা এ তদন্ত কমিটি মানি না। কমিটিতে যারা আছে তাদের নিয়ে প্রশ্ন আছে।"
তিনি মতবিনিময় সভা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে আরও বলেন, "উপাচার্য ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য এ পাঁয়তারা করেছেন।"
আজ অবরোধ শেষে বেলা ১২টায় কালো ব্যাজ ধারণ করে এক মানব্বন্ধনও করেন তারা।
নাঈম/আরএম