আজও ঢাকামুখী মানুষের ঢল

করোনার আতঙ্কের মধ্যেই ঢাকামুখী মানুষের ঢল কাঠাঁলবাড়ী-শিমুলিয়া ও দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে। নৌরুট দিয়ে ঢুকছেন বেশিরভাগ মানুষ। যারা ফিরছেন তাদের অনেকেই কাজ করেন পোশাক কারখানায়। বলছেন, চাকরি বাঁচাতে এভাবে ছুটে আসা।

ঘাট কর্তৃপক্ষ বলছে, মাদারীপুরের কাঁঠালবাড়ী থেকে ৭টি ফেরি ও রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ৬টি ফেরি চলাচল করছে। আর প্রতিটি ফেরিতেই ৩’শ থেকে ৪’শ মানুষ পার হচ্ছেন ঢাকায় আসার জন্য। তবে প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিতে নেয়া হচ্ছে না কোন ব্যবস্থা।

গণপরিবহন বন্ধ থাকলেও অটোরিকশা ও টেম্পুতে করে ঘাটে আসছেন শ্রমিকরা। তাদের দাবি, চাকরি বাঁচাতে ঢাকায় আসতে হচ্ছে। মানুষ ও যানবাহনের ভিড় বেড়েছে ঢাকার প্রবেশপথেও। মাস্ক ও পিপিইর চাহিদা বেড়ে যাওয়ায় কারখানা কর্তৃপক্ষ আসতে বলছে, এমন দাবি করেছেন শ্রমিকরা।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন জেলা ও এলাকায় লকডাউন থাকলেও আয়ের উৎস রক্ষায় ভ্যান, মোটরসাইকেলসহ বিকল্প যানে ফিরছেন সবাই। এতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌঘাটে বেড়েছে মানুষের ঢল। দুটি ঘাটে অবশ্য ফেরী চলাচল সীমিত। যেগুলো চলছে সেখানে উপচে পড়া ভিড়।