ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে তৃতীয় দিনের মতো উঠে এসেছে বিডি অটোকার্স লিমিটেড। বুধবার শেয়ারটির দর বেড়েছে ১৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২৪৮ বারে ৩ লাখ ৩১ হাজার ৩৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২ লাখ টাকা।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমান ফিড লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ।
কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ব্যাংক, নর্দার্ণ জুট, দেশ গার্মেন্টস, আল-হাজ্ব টেক্সটাইল, লিবরা ইনফিউশন, রেউইক যজ্ঞেশ্বর, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও মেঘনা সিমেন্ট লিমিটেড।
রাসেল/