আজও পতনে শেষ লেনদেন

গত দুই দিনের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৫১ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১৮৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনও কমেছে। আজ ডিএসইতে ৩৫২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০৮ কোটি ৯৪ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে ৪৬১ কোটি  ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২০৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৭৪ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫০৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।

আরএম/