বিধি নিষেধ উপেক্ষা করে দেশের নৌ-ঘাট ও সড়কে আজও ঈদে ঘরমুখো মানুষের আনাগোনা রয়েছে।
শিমুলিয়া ফেরিঘাটে সকাল থেকে প্রতিটি ফেরিতে গাদাগাদি করে যাত্রী পারাপার হচ্ছে। স্পিডবোট বন্ধ রাখার কথা থাকলেও দু-একটি চলতে দেখা গেছে।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, এ পথে ১৫টি ফেরি চলাচল করছে। একই অবস্থা পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের। ঘাট পার হয়ে ভাড়ায় চালিত বিভিন্ন যানে করে গন্তব্য ছুটছে ঈদ প্রেমীরা।
এদিকে, কর্মব্যস্ত সড়ক-মহাসড়কে বড় গাড়ীর ভিড় না থাকলেও, ব্যক্তিগত কার, মাইক্রো ও মোটরসাইকেলের চাপ রয়েছে।