আজও ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৮

ছবি : ইন্টারনেট

মাদক বিরোধী চলমান অভিযানে আজও দেশের বিভিন্ন জেলায় কাউন্সিলরসহ ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একরামুলক হক নামে একজন কাউন্সিলর রয়েছে বলে জানা গেছে। নিহত একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।

এ ছাড়া বাগেরহাট, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, মেহেরপুর, চাঁদপুর ও কুষ্টিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাত ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন।

কক্সবাজার

মাদকবিরোধী অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

একরামুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন জানা গেছে। তিনি টেকনাফ পৌর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এবং তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন দাবি করেন, একরামুলের অবস্থান জানতে পেরে মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের নোয়াখালী পাড়ায় র‌্যাব অভিযান শুরু করে। তখন একদল ইয়াবা ব্যবসায়ী র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়।

‘ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা কাউন্সিলর একরামুলকে সনাক্ত করেন। সেখান থেকে ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে’, যোগ করেন র‍্যাব কর্মকর্তা।

ময়মনসিংহ

ময়মনসিংহ শহরের মরাখলা এলাকায় গতকাল রাতে কথিত বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন।

রোববার (২৭ মে) ভোর রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, রাত দেড়টায় মরাখলা এলাকায় মাদক ভাগাভা‌গি ক‌রছিল ব্যবসায়ীরা। সংবাদ পেয়ে পুলিশ সেখানে অ‌ভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও গুলি করে। একজন গুলিবিদ্ধ হয়। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় ডিবি পুলিশের দুই কনস্টেবল হুমায়ুন ও আমির হামজা গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে ১০০ গ্রাম হেরোইন, চারটি গু‌লির খোসা, দুটি রামদা এবং ১০০ ইয়াবা উদ্ধার করা হয়ছে বলেও ওসি জানান।

বাগেরহাট

বাগেরহাটের চিতলমারী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে মিথুল বিশ্বাস (৩২) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

আজ ভোরে উপজেলার কলাতলা ইউনিয়নের পিংগুড়িয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত মিথুল ওই এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন থানায় হত্যা, মাদক ও পুলিশের ওপর হামলাসহ ২০টি মামলা রয়েছে।

নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ির বগাদিয়া গ্রামে গতকাল মধ্যরাতে ‘বন্দুকযুদ্ধে’ হাসান ওরফে ‘ইয়াবা হাসান’ নিহত হয়েছেন। তাঁকে গতকাল দুপুরে সোনামুড়ি বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

হাসান সোনাইমুড়ি থানার ভানুয়াই গ্রামের বাসিন্দা। তিনদিন পরই তাঁর ব্রাজিল চলে যাওয়ার কথা ছিল। তিনি তিন সন্তানের জনক। তাঁর বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদক ও অস্ত্রসহ মোট ২১টি মামলা রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, হাসানকে আটকের পর তাঁকে নিয়ে বগাদিয়া গ্রামে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। তখন ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান হাসান।

চাঁদপুর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ সেলিম নামের এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন দাবি করেন, ভোর রাত পৌনে ৩টায় মতলব সড়কের হাজীর ডোন এলাকায় অভিযান চালিয়ে সাতটি মাদক মামলার আসামি সেলিমকে আটক করা হয়। এ সময় সেলিমের সহযোগীরা পুলিশের ওপর গুলি ও হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সেলিম গুলিবিদ্ধ হন। তাঁকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসির আরও দাবি, এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া চারটি গুলি, ছয়টি কার্তুজ, ১১০টি ইয়াবা ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির সময় হাফিজুর রহমান হাফি (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

হাফিজুর রহমান হাফি গাংনী সরকারি ডিগ্রি কলেজপাড়ার বাসিন্দা। তাঁর নামে গাংনী থানায় মাদকের দুই ডজনের বেশি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার দাবি করেন, রাত আড়াইটার দিকে গাড়াবাড়য়ী গ্রামের বাথানপাড়া মাঠে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পায় পুলিশ। পুলিশ গিয়ে সেখান থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে সনাক্ত করেন।

ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ১১২ বোতল ফেনসিডিল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া চাঁদপুর ও কুষ্টিয়ায় একজন করে কথিত বন্দুকযু্দ্ধে নিহত হয়েছে  বলে জানা গেছে।

আরজেড/