বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং ইউনিসেফের শুভেচ্ছাদূত আজ বুধবারও কক্সবাজারের উখিয়া উপজেলার বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গত সোমবার সকালে ফ্রান্স থেকে ঢাকায় আসেন জনপ্রিয় এই অভিনেত্রী। এবং একই দিনে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উখিয়ায় যায়।
আজ সকালে তিনি জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মযাত্রা শুরু করেন। এরপর একে একে বাঘগুনা, বালুখালী, তাইংখালী ক্যাম্প পরিদর্শন করেন প্রিয়াঙ্কা। এ সময় তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শিশু-কিশোরসহ অনেকের সঙ্গে কথা বলেন।
রোহিঙ্গাদের পালিয়ে আসার কারণ, ক্যাম্পে তারা কেমন আছেন, ঠিকমতো খাবার ও চিকিৎসা পাচ্ছেন কিনা, শিশুদের খেলাধুলা ও শিক্ষার ব্যবস্থা রয়েছে কিনা জানতে চান প্রিয়াঙ্কা।
রোহিঙ্গারা তাকে জানান, তারা ঠিকমতো রেশন পাচ্ছেন। ক্যাম্পে খাওয়া, চিকিৎসার কোনো অসুবিধা হচ্ছে না। তাদের শিশুদের খেলাধুলার জন্য ক্যাম্পে শিশুবান্ধব কেন্দ্র করে দেওয়া হয়েছে। এক কথায় বাংলাদেশে তাদের কোনো অসুবিধা হচ্ছেনা। এভাবে আশ্রয় দেওয়ার জন্য প্রিয়াঙ্কার কাছে তারা বাংলাদেশের প্রশংসা করেন।
তবে রোহিঙ্গারা বলেন, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারা নিজ দেশে ফিরে যাবেন।
এ সময় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ইউনিসেফ কর্মকর্তারা ও উখিয়া থানার ওসি (তদন্ত) মাকসুদুল আলমসহ পুলিশ সদস্যরা ছিলেন।
উল্লেখ্য, সোমবার (২১ মে) সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী। সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে তিনি দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। প্রিয়াঙ্কা চোপড়া এখানে চার দিন অবস্থান শেষে বৃহস্পতিবার কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা যায়।
আজকের বাজার/ এমএইচ