আজও লেনদেনের শীর্ষে ড্রাগন সোয়টার 

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনশেষে ড্রাগন সোয়টারের লেনদেন ছাড়িয়েছে ১৯ কোটি ৬১ লাখ টাকা। আর লেনদেন হয় মোট ৭৫ লাখ ৮১ হাজার ৩৯৯টি শেয়ার।
লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম কটন মিলস লিমিটেড। লেনদেন হয়েছে ৬৭ লাখ ৩৪ হাজার ৯৯৫টি শেয়ার । যার বাজার মূল্য ১৮ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা।

এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এম.এল ডাইং। লেমদেন ছাড়ায় ১৫ কোটি ৬৭ লাখ টাকা। মোট লেনদেন হয় ৩৫ লাখ ৩৪ হাজার ৪৯২ টি শেয়ার।

এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে : ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড, ইনটেক লিমিডেট, বিবিএস ক্যাবলস লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

 

 

আজকের বাজার/মিথিলা