ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবারও লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিএস ক্যাবলস লিমিটেড। কোম্পানিটির ২৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিবিএস ক্যাবলসের ৩ হাজার ৪৪০ বারে ২১ লাখ ৬৫ হাজার ৬৩৩টি শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড। কোম্পানির এক হাজার ১৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির এক হাজার ৮৬০ বারে ১৪ লাখ ৪০ হাজার ৮৯২টি শেয়ার লেনদেন করে।
লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, অ্যাক্টিভ ফাইন, ঢাকা ব্যাংক, ব্রাক ব্যাংক, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, আমান কটন ফেব্রিক্স ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।