ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯ সেপ্টেম্বর মঙ্গলবারও লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। মঙ্গলবারও কোম্পানিটি ৮৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, কোম্পানিটি মঙ্গলবারও ৮ হাজার ৫৬১ বারে ৫ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৩১৭টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। মঙ্গলবারও কোম্পানিটির ৭ হাজার ৩৬৪ বারে ৩ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৮৭০টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৭১ কোটি ২৫ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২ হাজার ৩৮৫ বারে ৪৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইফাদ অটোস ৪৫ কোটি ৩ লাখ টাকা, উত্তরা ব্যাংক ৪২ কোটি ৩ লাখ টাকা, সিটি ব্যাংক ৩৮ কোটি ৪৮ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৩৭ কোটি ৯৩ লাখ টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৩৬ কোটি ১৭ লাখ টাকা, এক্সিম ব্যাংক ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ও এবি ব্যাংক ৩৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আজকের বাজার : এলকে/এলকে ১৯ সেপ্টেম্বর ২০১৭