আজও লেনদেন শীর্ষে শাশা ডেনিমস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপ টেন গেইনার বা লেনদেনের শীর্ষ স্থান দখল করেছে শাশা ডেনিমস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৫৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে।  এদিন ৯৭৮ বারে কোম্পানির ৮ লাখ ৮৬ হাজার ৭০১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য  ৪ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকা।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটি আজ সর্বশেষ ১৪২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে।

এদিন কোম্পানিটি  ১ হাজার ৬৭৮ বারে ২ লাখ ৯৩ হাজার ৪৯৩টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৪ লাখ ১৭ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। শেয়ারটি আজ সর্বশেষ ৩৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে।

এদিন কোম্পানিটি ৬৬৯ বারে ৮ লাখ ১৭ হাজার ৫১২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, বিবিএস ক্যাপলস লিমিটেড, মুন্নু জুট স্টাফার্স লিমিটেড, আইটি কনসালট্যান্টস লিমিটেড এবং অ্যাপেক্স ফুড লিমিটেড।

রাসেল/