করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। পরিসংখ্যানে দেখা গেছে ৫৪ জনের মধ্যে যুবকরাই বেশি আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হোননি। আজ বুধবার দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ২১ জন। ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ৫ জন। ২১ থেকে ৩০ জনের মধ্যে রয়েছে ১৫ জন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ১০ জন। ৪১ জন থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে ৭ জন। ৫১-থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে ৭ জন। ৬০ ওপরের বয়সী রয়েছেন ১০ জন।
৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে দেশে মোট আক্রান্ত হয়েছে ২১৮ জন। মোট মারা গেছেন ২০ জন।
আজকের বাজার/লুৎফর রহমান