আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এখন আর কেউ অস্বীকার করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ৬ ডিসেম্বর সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মেগা ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৃণমূল পর্যায় থেকে বাংলাদেশকে ডিজিটাল করা হয়েছে। তথ্য-প্রযুক্তির বিকাশের ফলে বাংলাদেশ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ তরুণদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করলে তারা দেশের সম্পদ হয়ে উঠবে, সরকার সেই চেষ্টাই করে যাচ্ছে।
দেশে ৫ম বারের মতো আয়োজিত তথ্যপ্রযুক্তির এ মেলা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের বড় আকর্ষণ রোবট ‘সোফিয়া’। হংকং এর একটি কোম্পানি ‘হ্যান্সন রোবোটিক্স’-এর আলোচিত এই রোবট।
বক্তব্য শেষে ডিজিটাল ওয়ার্ল্ড উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরে রোবট সোফিয়ার সঙ্গে কথোপকথনও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজকের বাজার:এলকে/এলকে ৬ ডিসেম্বর ২০১৭