আজকের ম্যাচের সূচি

দ্বিতীয় রাউন্ড শেষ। এবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই! রাশিয়া বিশ্বকাপের ঘটন-অঘটের আলোচনায় শুক্রবার শেষ আটের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিন বাংলাদেশ সময় রাত ৮ টায় ফ্রান্স লড়বে উরুগুয়ের সঙ্গে। আর রাত ১২টায় ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যাচ। সাম্বার ছন্দে থাকা নেইমাররা মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়ামের।

জিতলেই ব্রাজিল ষষ্ট শিরোপা জয়ের পথে আরেকটু এগিয়ে যাবে ব্রাজিল। হারলে বিদায়! ফেভারটি হিসেবেই ম্যাচটা খেলতে নামবে তারা।

দুটো মহাগুরুত্বপূর্ণ ম্যাচই সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই কারা দেখাবে শুক্রবারের শেষ আটের ম্যাচ দুটি।

কোয়ার্টার ফাইনাল

ফ্রান্স-উরুগুয়ে
সরাসরি, রাত ৮টা
বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি
সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি

ব্রাজিল-বেলজিয়াম
সরাসরি, রাত ১২টা
বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি
সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি