টেস্ট ক্রিকেটে নতুন এক কীর্তি গড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এর এই কীর্তি গড়ার মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন বিশ্ব-ক্রিকেটের বেশ কয়েকজন রথী-মহারথীদেরকে।
সাকিব রেকর্ডটি গড়েছেন সবচেয়ে কম সময়ে একইসাথে ১৫০ উইকেট ও ৩৫০০ রান করার দিক থেকে। ঢাকা টেস্টে মাঠে নামার মাধ্যমে ৫০টি টেস্ট খেলার গৌরব অর্জন করেন সাকিব। আর এই ম্যাচেই বিশ্বসেরা অলরাউন্ডার গড়েছেন বিরল রেকর্ড।
এতদিন রেকর্ডটির (সবচেয়ে কম ম্যাচ খেলে ৩৫০০ রান ও ১৫০ উইকেট) অধিকারী ছিলেন গ্রেট গ্যারি সোবার্স ও ইয়ান বোথাম। ৬৩ টেস্টে এই কীর্তি গড়েছিলেন তারা দুজন। সাকিবের ম্যাচ লেগেছে তার চেয়েও ১৩টি কম। এই কীর্তি গড়তে ইমরান খানের লেগেছিল ৮২ টেস্ট, কপিলের লেগেছিল তারও ৩টি বেশি। ৬৯টি টেস্টে এই রেকর্ড গড়েছিলেন জ্যাক ক্যালিস।
এমন কীর্তিতে সাকিব পেছনে ফেলেছেন গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব, রবি শাস্ত্রী, শন পোলক, জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টোরি, অ্যান্ড্রু ফ্লিনটফের মতো ক্রিকেটারদের। দলের বিপর্যয়ে হাল ধরে সাকিব শুধু ম্যাচই বাঁচাননি, নিজেকেও নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।
আজকের বাজার: সালি / ২৭ আগস্ট ২০১৭