আজ ৩ এপ্রিল ২০২২, রোববার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি খুব একটা ভালো যাবে না। পেটের পীড়া বা রক্ত আমাশায় ভুগতে পারেন। আজ কোনো আত্মীয় বা বন্ধুর অসুস্থতার সংবাদে কিছুটা বিচলিত হতে পারেন। ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়ে কোনো মত-পার্থক্য হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যক্তিগত পাওনাদারের দ্বারা তাগাদার শিকার হবেন। দুর্ঘটনা থেকে সতর্ক হতে হবে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। দাম্পত্য ক্ষেত্রে কিছু অগ্রগতি আশা করা যায়। অংশীদারি ব্যবসায় লোকশানের সম্মুখীন হতে পারেন। বিবাহের ক্ষেত্রে বাধা-বিপত্তি বা কোনো তথ্যগত বিভ্রান্তি দেখা দেবে। আজ শারীরিক ও মানসিক দিক ভালো যাবে না। বন্ধুদের সঙ্গে খারাপ আচরণ করতে পারেন।
মিথুন (২২ মে-২১ জুন)
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বিরোধের আশঙ্কা রয়েছে। কোনো কর্মচারী বা কাজের লোককে আজ বহিষ্কার করতে পারেন। গোপন শত্রুতার কারণে কোনো আর্থিক ক্ষতি হতে পারে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করতে শিখুন। অনৈতিক সম্পর্ক থেকে কোনো ব্লাকমেইলের শিকার হতে পারেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলার। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় থাকতে পারেন। সৃজনশীল পেশাজীবিদের দিনটি ভালো যাবে না। কাজের চাপ বাড়তে পারেন। রোমান্টিক বিষয়ে কোনো বন্ধুর সাহায্য কাজে লাগবে। পরীক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা গাফিলতি দেখা দেবে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি পারিবারিক ঝামেলার। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো আত্মীয়ের আগমনে পারিবারিক ঝামেলা বৃদ্ধি পাবে। প্রত্যাশা পূরণে বাধা-বিপত্তি দেখা দেবে। আজ যানবাহন নিয়ে কোনো ঝামেলায় পড়তে পারেন। বাড়িওয়ালার কোনো অনৈতিক দাবির জন্য কিছুটা চিন্তায় পড়তে পারেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আজ কন্যার জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। মুদ্রণ ব্যবসায়ীরা কোনো জরিমানার শিকার হতে পারেন। বৈদেশিক কাজে কিছু ঝামেলা হবে। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় কোনো ঝামেলা দেখা দিতে পারে। ছোট বোনের শরীর স্বাস্থ্য ভালো যাবে না।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বকেয়া কিছু টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক কিছু লেনদেনে ঝামেলা হতে পারে। হিসাব নিরিক্ষণ ও ঋণ লেনদেনে ঝামেলা দেখা দিতে পারে। পেটের পীড়ায় ভোগার আশঙ্কা প্রবল। হোটেল ও রেস্টুরেন্টের খাবার এড়িয়ে চলতে পারলে ভালো।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার মানসিক দিক ভালো যাবে না। অস্থিরতায় ভুগতে পারেন। কোনো বন্ধু বা আত্মীয়র কারণে ঝামেলা দেখা দিতে পারে। কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদার হানি হতে পারে। বিবাহিত জীবনে কিছু ঝামেলা হতে পারে। কোনো অংশিদারী কাজে অংশিদারের সাহায্য পেতে পারেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয়বহুল থাকবে। কোনো বন্ধুর সাথে বিদেশে যেতে পারেন। বৈদেশিক কাজে কিছু অগ্রগতি আশা করতে পারেন। ভ্রমণ ও টুরিজম সংক্রান্ত ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ব্যয় বৃদ্ধি পাবে। পুলিশি হয়রানির আশঙ্কা রয়েছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বড় ভাই ও বন্ধুর সাহায্যে কোনো আর্থিক সমস্যার সমাধান করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বাড়তি আয় রোজগারের আশা আছে। ঠিকাদারী কাজে আশানুরুপ অগ্রগতি হবে না। পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে কোনো প্রভাবশালী লোকের সহায়তা প্রয়োজন হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিদ্যার্থীরা সফল হতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফল হবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার বিষয়ে কোনো খোঁজ খবর নেওয়ার যোগ প্রবল। জীবীকার জন্য বিদেশ যাত্রা হতে পারে। অতীন্দ্রিয় বিষয়ের চর্চায় অগ্রগতি হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মীন রাশির জাতক-জাতিকার ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অগ্রগতি আশা করা যায়। কোনো শিক্ষকের সাহায্য পেতে পারেন। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ রয়েছে। জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা আশানুরুপ নাও হতে পারে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান