জেলার আজমিরীগঞ্জ উপজেলার হাওর এলাকায় আজ মাদ্রাসা ও এতিমখানার শীক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার সৌলরী মাদ্রাসা ও এতিমখানার তিনশ’ শিক্ষার্থীর মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ।
পরে, পুলিশ সুপার সৌলরী এসইএসডিপি মাধ্যমিক বিদ্যালয়ে ইভটিজিং ও বাল্য বিয়েসহ অপরাধ রোধে প্রচারণামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। সেখানে বিভিন্ন অপরাধের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে, পুলিশ সুপার আজমিরীগঞ্জ থানার সংস্কার কাজ ও সৌন্দর্য বর্ধণের উদ্বোধন করেন।
আজকের বাজার/লুৎফর রহমান