আজারবাইজানের বিরুদ্ধে অস্ত্রবিরতি ভাঙার অভিযোগ আর্মেনিয়ার

আর্মেনিয়া রোববার আজারবাইজানের বিরুদ্ধে নতুন অস্ত্ররিবতি চুক্তি ভাঙার অভিযোগ এনেছে।
ইয়েরেভানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র শুসান স্টিপানায়ন টুইটারে বলেছেন, রোববার ভোরে আজারবাইজান গোলা ও রকেট হামলা চালিয়েছে। মধ্যরাতে অস্ত্রবিরতি কার্যকরের মাত্র কয়েকমিনিটের মধ্যেই তারা এ হামলা চালায়।

আজারবাইজানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আজারবাইজান নগরী গাঞ্জায় শনিবার বড় ধরণের হামলায় শিশুসহ ১৩ জন প্রাণ হারানোর পর সর্বশেষ এ অস্ত্রবিরতি ঘোষিত হয়। তবে এর আগে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন।

এর আগে রুশ মধ্যস্থতায় যে অস্ত্রবিরতি ঘোষিত হয়েছিল তাও ভেঙে ফেলা হয়।
আজারবাইজান ও আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা কারাবাখ-নাগরনোর নিয়ন্ত্রণ নিয়ে ১৯৯০ সালের পর থেকেই থেকে থেকে সংঘর্ষে লিপ্ত রয়েছে। এসব সংঘর্ষ সহিংসতায় ৩০ হাজার লোকের প্রাণহনি ঘটে।
এদিকে গত তিন সপ্তাহ আগে পুনরায় সহিংসতা শুরু হলে অন্তত ৭শ’ লোকের প্রাণহানি ঘটে।
তবে প্রাণহানির এ সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে। কারণ আজারবাইজান তাদের সৈন্যদের প্রানহানির সংখ্যা প্রকাশ করেনি।