যুদ্ধ কিছুটা নিয়মিত হয়ে আসার পর চির শত্রু আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বৃহস্পতিবার আবারো সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে। বাকু ও ইয়েরিভানের কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আজারবাইজানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মর্টার ও কামানের সাহায্যে আর্মেনিয়ার বিভিন্ন গ্রামে গোলা বর্ষণ করছে।
অপরদিকে বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আর্মেনিয় বাহিনী শক্তিশালী বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আজারবাইজানের গ্রামে গোলা বর্ষণ করে। এখন সীমান্তের কাছে সংঘর্ষ চলছে।