চীনের আজীবন প্রেসিডেন্ট শি জিনপিং

শি জিনপিংকে আজীবন চীনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রাখতে বিল পাস করেছে দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেস।

রোববার ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সভায় সংবিধান সংশোধনের পক্ষে ভোট  দেয় সদস্যরা। আর বিলটি পাস হওয়ায় আজীবন ক্ষমতায় থাকবেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।  খবর বিবিসির।

চীনের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি পাঁচ বছর করে সর্বোচ্চ দুবার প্রেসিডেন্টের ক্ষমতায় থাকতে পারেন। ২০১৩ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করা শি জিনপিংকের মেয়াদ শেষ হবার কথা রয়েছে ২০২৩ সালে।

নতুন এই সংবিধান সংশোধনের প্রস্তাব কার্যকর হলে চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং আজীবন ক্ষমতায় থাকতে পারবেন।

গত বছরের অক্টোবরে চীনের প্রতিষ্ঠাতা মাও সে-তুংয়ের পর দেশটির সবচেয়ে শক্তিশালী রাজনীতিক হিসেবে শি জিনপিংকে সম্মান দেয়া হয়।

আরএম