প্রথম দুই ম্যাচ শেষে একটি করে জয় পাওয়ায় স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দল।
আজ দুপুরে মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। কটকে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
টি-টোয়েন্টি সিরিজ দিয়ে লড়াই শুরু করেছিলো ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডের মত চিত্র ছিলো টি-টোয়েন্টিতেও। প্রথম দু’ম্যাচ শেষে একটি করে জয় পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ফলে টি-টোয়েন্টি সিরিজের শেষটিও রূপ নিয়েছিলো অঘোষিত ফাইনালে। শেষ পর্যন্ত সিরিজ জিতে নেয় ভারত। এবার ওয়ানডেতেও একই চিত্র।
চেন্নাইয়ে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে বিধ্বস্ত করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান শিমরোন হেটমায়ার ও শাই হোপ। দু’জনের সেঞ্চুরিতে ২৮৮ রানের টার্গেট স্পর্শ করে ৮ উইকেটে ম্যাচ জেতে ক্যারিবীয়রা। হেটমায়ার ১০৬ বলে ১৩৯ ও হোপ ১৫১ বলে অপরাজিত ১০২ রান করেন।
সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া অন্য কোন পথ খোলা ছিলো না ভারতের। তাই বিধ্বংসী রূপ নেন ভারতের ব্যাটসম্যানরা। প্রথম ওয়ানডেতে ২৮৮ রানের টার্গেট দিয়েও হারের স্বাদ নিতে হয় স্বাগতিকদের। তাই রানের পাহাড় গড়ার সিদ্ধান্ত নেয় ভারতের ব্যাটসম্যানরা।
দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল জোড়া সেঞ্চুরি করেন। রোহিত ১৫৯ ও রাহুল ১০২ রান করেন। এছাড়া শ্রেয়াস আইয়ার ৩২ বলে ৫৩ ও ঋশভ পান্ট ১৬ বলে ৩৯ রানের টর্নেডো ইনিংস খেলেন। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ রানের পাহাড় গড়ে ভারত। সেই পাহাড়ে চড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৮০ রানে গুটিয়ে ১০৭ রানের হার মানে ক্যারিবীয়রা। সিরিজে সমতা আনে ভারত।
এখন ভারতের লক্ষ্য সিরিজ জয়। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩ বছর ওয়ানডে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। ২০০৬ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিলো ভারত।
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩২ বার মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে সমান ৬৩টি করে ম্যাচ জিতেছে দু’দল। ২টি টাই ও ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়।
আজকের বাজার/আরিফ