আজ অনুষ্ঠিত হবে এক্সপ্রেস ইনস্যুরেন্সের আইপিও’র লটারি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়। আজ ২৩ জুলাই রাজধানীর কেন্দ্রীয় কচি কাচার মেলায় এ লটারি অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে দশটায় এই লটারি শুরু করার কথা জানানো হয়েছে। এই প্রথম অনলাইন প্ল্যাটফর্মে আইপিওর লটারি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ডিজিটাল প্ল্যাটফর্মে এক্সপ্রেস ইনস্যুরেন্সের প্রাথমিক প্রস্তাবের (আইপিও) লটারির অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এসইসির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্সপ্রেস ইনস্যুরেন্স কোম্পানিটির আইপিওর লটারি বুয়েটের ব্যুরো ফর রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশনের (বিআরটিসি) তদারকিতে সম্পন্ন করে যেকোনো একটি স্বীকৃত ও সনদপ্রাপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনকারীদের কাছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে। আগামীতে সব আইপিওর ক্ষেত্রে সিডিবিএলের তদারকিতে বুয়েটের বিআরটিসি, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তৈরিকৃত লাইসেন্সড ডিজিটাল প্ল্যাটফর্মে লটারি অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
গত ১৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত এক্সপ্রেস ইনস্যুরেন্সের আইপিওতে আবেদন সংগ্রহ করা হয়। এতে সাধারণ বিনিয়োগকারীদের ২ লাখ ৬১ হাজার ৫৮টি বিও থেকে আবেদন করা হয়েছে। এ ক্ষেত্রে প্রায় ১৩৬ কোটি টাকার আবেদন করা হয়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ার কেনার জন্য আইপিওতে ১১৫ যোগ্য বিনিয়োগকারীর ২২ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার আবেদন জমা পড়ে।