কুমিল্লার নাশকতা মামলা ও নড়াইলে মানহানি মামলায় আজ আবারও খালেদা জিয়ার জামিন শুনানি হবে।
বুধবার (২৩ মে) বিচারপতি মো. আসাদুজ্জামান ও জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি শেষে এ দিন ধার্য করেন।
এই দুই মামলায় জামিন আবেদন বুধবার (২৩ মে) দ্বিতীয় দিনের মতো আংশিক শুনেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ।
প্রথমে কুমিল্লার মামলায় জামিন আবেদনের বিষয়ে খালেদা জিয়ার জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য শুনে আদালত।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য আংশিক শোনার পর দিনের কার্যসূচি অনুযায়ী সময় শেষ হয়ে গেলে আদালত বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন।
আরজেড/