যিশুখৃষ্টের পুনরুত্থান দিবস ইস্টার সানডে আজ।স্টার সানডে খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের এক পবিত্র দিন।
খ্রিষ্টীয় বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের পরিকল্পনা মতো, যীশু খ্রিষ্ট মানুষের পাপের ভার কমাতে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর পর, তৃতীয় দিনে আবারো জীবিত হয়ে ওঠেন। তাদের কাছে এদিন, সমস্ত অমঙ্গলকে তুচ্ছ করে, পুণ্যপ্রতিষ্ঠা ও এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ে উজ্জ্বীবিত হবার দিন।
বাইবেল বলে, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তা অনিবার্য ছিলো। শুধু নির্যাতনই নয়, সংখ্যাগরিষ্ঠ ভ্রান্ত মানুষের দাবির মুখে যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করে শাসকরা, সেখানেই তাঁর মৃত্যু ঘটে।
কিন্তু মৃত্যুর পর তৃতীয় দিনে তিনি আবার জীবিত হয়ে ওঠেন, যা পুনরুত্থান হিসেবে সুবিদিত। দিনটি ছিল রবিবার- আর তাও ঈশ্বরের পরিকল্পনারই অংশ।
পুনরুত্থানের আগের ৪০ দিন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা উপবাস, ত্যাগস্বীকার, নিরামিষ আহার, ধ্যান, প্রার্থনা, পাপস্বীকার করে নিজেদের প্রস্তুত করেন।
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মতে যিশু খ্রিষ্টের পুনরুত্থানই খ্রিষ্ট বিশ্বাসের মূল ভিত্তি।
আজকের বাজার/আরজেড