এশিয়ান গেমস ফুটবলের শেষ ষোলোতে আজ উত্তর কোরিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবারের আসরে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশ। এরপর থাইল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে তারা।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় কাতারকে। ফলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম নকআউটে উঠে বাংলাদেশ।
আগে যদিও সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ‘এফ’ গ্রুপের সৌদি আরব কিংবা ইরানকেই ভাবা হয়েছিল। কিন্তু শেষ দুই ম্যাচের ফলাফলে এতটাই প্রভাব পড়েছে যার কারণে সৌদি কিংবা ইরান নয়, প্রতিপক্ষ হিসেবে উত্তর কোরিয়াকে পায় বাংলাদেশ।