আজ এতিম শিশুদের নিয়ে বিএনপির ইফতার

প্রতিবছরের মত এবারও এতিম শিশুদের নিয়ে শুরু হচ্ছে বিএনপির ইফতার আয়োজন।

শুক্রবার (১৮ মে) বছরের প্রথম রমজানে রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

এবার বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত তিনটি ইফতার মাহফিল চূড়ান্ত হয়েছে। এর মধ্যে আজ শুক্রবার হবে এতিম শিশুদের সঙ্গে। কাল শনিবার হবে লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সঙ্গে এবং রোববার একটি পাঁচ তারকা হোটেলে কূটনীতিকদের সঙ্গে ইফতার হবে।

এর বাইরে আরও কয়েকটি ইফতার মাহফিল হবে। সেগুলো এখনো চূড়ান্ত হয়নি।

বিএনপির ধারাবাহিক এই ইফতার আয়োজনের আয়োজক প্রতিবছর দলটির চেয়ারপারসন খালেদা জিয়া হলেও এবার তিনি দুর্নীতি মামলায় কারাবন্দি থাকায় এ দায়িত্ব পালন করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা।

জানা যায়, রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল হবে কাল শনিবার। বিএনপির এই ইফতার পার্টিতে এবছর আওয়ামী লীগ ও ১৪-দলের শরিকদের ছাড়া অন্য প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিগত বছরগুলোতে আওয়ামীলীগ সহ সব রাজনৈতিক দলগুলোকে ইফতারপার্টিতে আমন্ত্রণ জানানো হলেও এবছর তার ব্যতিক্রম ঘটেছে।

বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদককে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানাতেন দলটির চেয়ারপারসন নিজেই। যদিও সাম্প্রতিক বছরগুলোতে কখনোই আওয়ামী লীগের কোনো নেতা দলের পক্ষ থেকে ইফতারে যোগ দেননি।

আজকের বাজার/এমএইচ