আজ খুলেছে আপন জুয়েলার্সের সিলগালা শো-রুম

সিলগালা করা আপন জুলেয়ার্সের শো-রুমগুলো আজ সোমবার থেকে খোলা থাকবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

শুল্ক ফাঁকি ও অবৈধ স্বর্ণ রাখার অভিযোগে গত ১৪ মে আপন জুয়েলার্সের সীমান্ত স্কয়ার, উত্তরা, মৌচাক, সুবাস্তু ও ডিএনসিসি শাখা সিলগালা করা হয়েছিল। এর ২১ দিন পর গতকাল রোববার ওই ৫ শো-রুম থেকে আনুষ্ঠানিকভাবে অবৈধ স্বর্ণালঙ্কার ও হীরা জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। প্রথম থেকে সাড়ে ১৩ মণ অবৈধ স্বর্ণ জব্দের কথা বলা হলেও গতকাল ১৫.১৩ মণ স্বর্ণালঙ্কার, ৭ হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার, ৬৭ লাখ ৪০ হাজার টাকা এবং ১০০ ডলার জব্দ করা হয়।

এই বিষয়ে ড. মইনুল খান বলেন, আপন জুয়েলার্সের শো-রুম থেকে চূড়ান্ত যাচাই-বাছাইয়ে প্রায় ১.৭৫ মণ বেশি স্বর্ণ পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ২২ কেজি স্বর্ণ ডিএনসিসি মার্কেটের শো-রুমের লকারে লুকানো ছিল। সব মিলিয়ে জব্দকৃত অলঙ্কারের মূল্য প্রায় ২৮৪ কোটি টাকা। সেগুলো গতকাল বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা হয়েছে।

তিনি আরও জানান, গতকাল রোববার সকাল ৯টায় শো-রুমগুলোতে শুল্ক গোয়েন্দার ৫টি দল জব্দ প্রক্রিয়া শুরু করে। বিশেষ নিরাপত্তা প্রহরায় বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে স্বর্ণালঙ্কার জমা দেওয়া হয়। সে সময়ে ডিএমপি ওর্ রেপিড এ্যাকশন ব্যাটালিয়নের ফোর্স, ঢাকা দক্ষিণ ও উত্তর ভ্যাট এবং ঢাকা কাস্টম হাউজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক জানান, চোরাচালানের সুনির্দিষ্ট অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে গত ১৩ ও ১৪ মে এর অভিযানে আপন জুয়েলার্সের ৫টি শো-রুম থেকে আটক স্বর্ণ ও হীরে সাময়িকভাবে শো-রুমগুলোর আইনানুগ জিম্মায় দেওয়া হয়। ৩ বার সময় ও সুযোগ দেয়ার পরও বৈধ কাগজ দেখাতে পারেনি আপন জুয়েলার্স মালিকপক্ষ। কাগজপত্র যাচাইয়ে কোনো বৈধতা না পেয়ে শো-রুমের স্বর্ণ ও হীরা জব্দের সিদ্ধান্ত নেয় শুল্ক গোয়েন্দা বিভাগ। বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ ও ডায়মন্ড হস্তান্তরের পর শো-রুমগুলো আপন জুয়েলার্স কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। আজ থেকে শো-রুমগুলো খুলতে পারবে আপন জুয়েলার্স।

আজকের বাজার : সালি/এসএ/ ০৫ জুন ২০১৭