নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখকদের সঙ্গে সংলাপে বসছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃতাধীন কমিশন।
এদিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এই সংলাপটি অনুষ্ঠিত হবে। ইসির যুগ্ম সচিব ও পরিচালক জনসংযোগ এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বুধবার ৬ এপ্রিল ৩০ থেকে ৩২ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকের সঙ্গে সংলাপ করবে ইসি। এরই মধ্যে তাদেরকে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে, ১৩ মার্চ শিক্ষক সমাজ ও ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই ধাপে সংলাপে বসে ইসি। যদিও এ দুই ধাপের সংলাপে আমন্ত্রিতদের অর্ধেকের বেশি অনুপস্থিত ছিলেন। এ কারণে এবার নির্বাচন কমিশন সচিবালয় উপস্থিতি বাড়াতে কয়েক দিন ধরে প্রয়োজনীয় সব রকম চেষ্টা করে আসছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান