অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচির প্রেক্ষাপটে আজ রোববার গ্রীসে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে এই নির্বাচনে রক্ষণশীল বিরোধী দলের কাছে বামপন্থী প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের দল সিরিজা পার্টি পরাজিত হবে। খবর এএফপির।
সকাল ৭টায় (০৪০০জিএমটি) ভোট শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হবে। এথেন্স নিউজ এজেন্সি জানায়, নির্বাচনে ৯,৯০৩,৮৬৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।