বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি আজ রোববার ঘোষণা করা হচ্ছেনা বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের।
রোববার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের কমিটি আজ ঘোষণা করা হবে না। কমিটির শীর্ষ পদে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য অধিকতর যাচাই-বাছাই চলছে।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, তড়িঘড়ি করে ছাত্রলীগের কমিটি করা হবে না। প্রধানমন্ত্রী যথাসময়ে এ কমিটি ঘোষণা দেবেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদের জন্য প্রধানমন্ত্রীর কাছে নামের যে তালিকা গেছে তাতে নারীদের নাম আছে। তবে সব কিছুই প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।
আজকের বাজার/ এমএইচ