আজ জাতীয় পাট দিবস

দেশব্যাপী দ্বিতীয়বারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় পাট দিবস ২০১৮। দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পাট দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিবসটি উদযাপনে রাজধানীর প্রধান সড়ক ও সড়কদ্বীপে আলোকসজ্জা এবং পাটপণ্য দিয়ে সজ্জিত করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

পাট দিবসের গুরুত্ব ও পাট সংক্রান্ত বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ইতোমধ্যে শেষ হয়েছে। দুই গ্রুপে এ প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ১১টি ক্যাটাগরিতে আরো ১২ জন ব্যক্তির হাতে প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দেবেন।

এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় ২৩৫ রকমের বহুমুখী পাটপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এ প্রদর্শনী চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। আগামী ৯ মার্চ রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিবসের মূল অনুষ্ঠান ও ৯ থেকে ১১ মার্চ পাটপণ্যের মেলার আয়োজন করা হবে।

গত ১ মার্চ এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি তুলে ধরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।ইতোমধ্যে কয়েক দিনে পাট দিবস পালন উপলক্ষে পাট নিয়ে দেশের খ্যাতনামা কবিদের নিয়ে কবিতার আসর, হাতিরঝিলে নৌ-র্যালি ও মোবাইলে এসএমএস প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

পাট দিবস আয়োজনকে জানান দিতে গত ১ মার্চ মানিক মিয়া এভিনিউ থেকে মানিকগঞ্জ হয়ে ফরিদপুর পর্যন্ত রোড শো এবং ২ মার্চ মানিকমিয়া এভিনিউ থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত রোড শো করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

আজকেরবাজার/এমটি