দেশব্যাপী দ্বিতীয়বারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় পাট দিবস ২০১৮। দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পাট দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটি উদযাপনে রাজধানীর প্রধান সড়ক ও সড়কদ্বীপে আলোকসজ্জা এবং পাটপণ্য দিয়ে সজ্জিত করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
পাট দিবসের গুরুত্ব ও পাট সংক্রান্ত বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ইতোমধ্যে শেষ হয়েছে। দুই গ্রুপে এ প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ১১টি ক্যাটাগরিতে আরো ১২ জন ব্যক্তির হাতে প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দেবেন।
এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় ২৩৫ রকমের বহুমুখী পাটপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এ প্রদর্শনী চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। আগামী ৯ মার্চ রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিবসের মূল অনুষ্ঠান ও ৯ থেকে ১১ মার্চ পাটপণ্যের মেলার আয়োজন করা হবে।
গত ১ মার্চ এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি তুলে ধরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।ইতোমধ্যে কয়েক দিনে পাট দিবস পালন উপলক্ষে পাট নিয়ে দেশের খ্যাতনামা কবিদের নিয়ে কবিতার আসর, হাতিরঝিলে নৌ-র্যালি ও মোবাইলে এসএমএস প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
পাট দিবস আয়োজনকে জানান দিতে গত ১ মার্চ মানিক মিয়া এভিনিউ থেকে মানিকগঞ্জ হয়ে ফরিদপুর পর্যন্ত রোড শো এবং ২ মার্চ মানিকমিয়া এভিনিউ থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত রোড শো করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
আজকেরবাজার/এমটি