নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সারাদেশে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন উপলক্ষ্যে এই দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয়।
দিনটি কে কেন্দ্র করে সমগ্র দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকারি ও বেসরকরি বিভিন্ন অঙ্গসংগঠন।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
শিশু দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ফ্রি চিকিৎসা প্রদান করা হচ্ছে।এছাড়া বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে।বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া ও মিল্লাত মাহফিলের ব্যবস্থা ও করা হয়েছে।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জম্মগ্রহণ করেন।
আজকের বাজার/আরজেড