আজ জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ কানাডায় যা্চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সন্ধায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। তিনি দুবাই হয়ে শুক্রবার সকালে টরন্টো পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন। এবার তৃতীয়বারের মত আউটরিচ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও বেশ কয়েকটি দেশের সরকার প্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে কানাডা।

জানা গেছে,  এবারের জি-৭ সম্মেলনের আউটরিচে রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আলোচনা করবেন।

কানাডার কুইবেকের লা মালবাইয়ে আগামী ৮ ও ৯ই জুন ৪৪তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরজেড/