বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেবে বিএনপি। রোববার নেত্রীর মুক্তি দাবি করে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে দলটি।
গতকাল সারা দেশে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে অংশ নেন দলে নেতাকর্মীরা। এসময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন উস্কানিতে সাড়া না দিয়ে শান্তিপূর্ণভাবে ধারাবাহিক কর্মসূচি পালনের আহ্বান জানান।
তিনি বলেন, খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। আগামীকাল রাজধানীর বাইরে সব জেলায় বিক্ষোভ কর্মসূচি করবে দলটি।
আজকের বাজার : আরএম/১৮ ফেব্রুয়ারি ২০১৮