আজ টাইগারদের বাঁচা-মরার লড়াই। প্রথম ম্যাচে আফগানদের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। সব ভুলে আজ ঘুরে দাড়াঁব টাইগাররা এটাই সবার প্রত্যাশা। রাজীব গান্ধী স্টেডিয়ামে সেভাবেই অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান র্যাংকিংয়ে এগিয়ে। দলে আছেন হালের সেনসেশন লেগ স্পিনার রশিদ খান। তাই তারাও ছেড়ে কথা বলবে না নিশ্চয়।
নিরপেক্ষ ভেন্যু হলেও ভারতে হোম গ্রাউন্ডের মতোই খেলছে আফগানরা। তাই প্রথম ম্যাচে সহজেই হার মেনেছে টাইগাররা। তবে অধিনায়ক সাকিবসহ দলের অভিজ্ঞরা নিজেদের সেরাটা দিতে পারলে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন টাইগার দলের অনেকেই।
আরজেড/