আজ টিভি ও অনলাইনে ‘লেটস টক উইথ শেখ হাসিনা’

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত মতবিনিময় অনুষ্ঠান ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ আজ (বৃহস্পতিবার) টেলিভিশন ও অনলাইনে সম্প্রচার করা হবে।

রাত সাড়ে ৮টায় বিটিভি, মাছরাঙা, আরটিভি, ডিবিসি নিউজ, চ্যানেল ২৪, গাজী টিভি, চ্যানেল আই, এটিএন নিউজ ও সময় টিভিতে অনুষ্ঠানটি দেখা যাবে।

সিআরআই নিজেদের ফেসবুক পেজে দেয়া এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানটি একই সময়ে সিআরআই ও ইয়ং বাংলাসহ বিভিন্ন সংবাদপত্র, নিউজ পোর্টাল ও প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে স্ট্রিমিং করা হবে। যার মধ্যে থাকছে ইত্তেফাক, কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর, বিডিনিউজ২৪, সারাবাংলা, বাংলা ট্রিবিউন, বাংলানিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, বিডি মনিং, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), বার্তা২৪ ও রেডিও ঢোল।

ক্ষমতাসীন আওয়ামী লীগের গবেষণা সংস্থা সিআরআই গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সাথে তরুণদের এ মতবিনিময় অনুষ্ঠানটির আয়োজন করেছিল।

অনুষ্ঠানে দেশের তরুণদের স্বপ্ন, আশা ও প্রত্যাশার কথা শুনেন প্রধানমন্ত্রী এবং তাদের কাছে নিজের মতামত তুলে ধরেন।

এদিকে সিআরআই আরও জানিয়েছে, তাদের ডকুড্রামা ‘হাসিনা: এ ডটার’স টেল’ শনিবার প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরা এ ডকুড্রামাটি বিকাল ৩টায় মাছরাঙা, গাজী টিভি ও চ্যানেল আইতে দেখা যাবে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ