আজ ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সফরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া, জেলা স্কুল বড় মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

সফরে জেলা স্কুল বড় মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা সফল করতে নিরলসভাবে কাজ করছেন দলীয় নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে জনসভার স্থানসহ পুরো ঠাকুরগাঁও শহরে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

আজকের বাজার/আরজেড