ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ, এয়ার মার্শাল আর ডি মাথুর ৫দিনের সফরে আজ রোববা সন্ধ্যায় ঢাকা আসছেন। তার সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী শিপ্রা মাথুর এবং একজন প্রতিনিধি রয়েছেন।
ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
সফরকালে এয়ার মার্শাল বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি এবং বিমান বাহিনীর বিভিন্ন বিমান ঘাঁটি পরিদর্শন করবেন।
তার এই সফর ভারতের নিকটতম প্রতিবেশীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে জোরদার করতে সহায়তা করবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করবে।
আজকের বাজার/এমএইচ