আজ বৃহস্পতিবার ১ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশের গ্রন্থমেলা। চলবে আগামী ২৮ফেব্রুয়ারি পর্যন্ত। এবার একদিকে যুক্ত হচ্ছে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস, অন্যদিকে প্রতিবাদ-প্রতিরোধের রঙে আঁকা স্বৈরাচারবিরোধী দিবস এবং অমর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বৃহস্পতিবার বিকাল ৩টায় অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দু’দিনের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন ঘোষণা করবেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদেশি অতিথি লেখক যুক্তরাজ্যের এগনিস মিডোসম, ক্যামেরুনের ড. জয়েস অ্যাসউনটেনটেঙ, মিসরের ইব্রাহিম এলমাসরি ও সুইডেনের অরনে জনসন। এ অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৭ দেয়া হবে।
এদিকে,মেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে মেলা আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, প্রতিবারই লক্ষ্য থাকে- মেলাকে আগেরবারের চেয়ে সুন্দর ও গোছালো করে তোলা। এবারও সেই পরিকল্পনা অনুযায়ী এরই মধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
আজকের বাজার:এসএস/১ফেব্রুয়ারি ২০১৮