রাজধানীতে সামাজিক দূরত্বে নিশ্চিত করতে শনিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সেখানে অংশ নেন আসাদুজ্জামান খান কামাল ও ডিএমপি কমিশনার শফিকুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯ টি ওয়ার্ডে গঠিত ত্রান কমিটিতে একজন পুলিশ সদস্য অন্তর্ভুক্তের সিদ্ধান্ত হয় সে বৈঠকে। প্রায় দেড় ঘন্টার বৈঠকে আরো অংশ নেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।