এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হবে ১৪ মে। পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে কোচিং সেন্টারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ আছে। সে পরিপ্রেক্ষিতে পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
আজকের বাজার/আরজেড