রমজান মাস উপলক্ষে আজ রোববার থেকে সকাল সাড়ে ৯টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন। তবে ব্যাংক খোলা থাকবে সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত।
গত বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এটি এরই মধ্যে পাঠানো হয়েছে। ঐ নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকেল ৪টা পর্যন্ত (বেলা ১টা ১৫ মিনিটি হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি) ব্যাংক খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান