আজ থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

আজ রোববার দুপুর ২টা থেকে ইলিশ প্রজনন কেন্দ্রের ৭ হাজার কিলোমিটার বিস্তির্ণ এলাকায় ২২ দিন ধরে ইলিশ মাছ ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা বহাল থাকবে ২৮ অক্টোবর পর্যন্ত।

ইলিশের ডিম ছাড়ার এই মৌসুমে তাদের বিচরণ ক্ষেত্রকে নিরাপদ রাখতে সরকার ইলিশ ধরা, বিক্রি ও সরবরাহ নিষিদ্ধ করেছে। কারণ এই সময়টিতে মা ইলিশগুলো ডিম ছাড়ে।

সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, যদি কোনো ব্যক্তি এই নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তাকে ১ থেকে ২ বছর কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থ দণ্ডে দণ্ডিত করা হবে।

সরকার ২০০৩ ও ২০০৪ সাল থেকে প্রতিবছর মা ইলিশ রক্ষা এবং ইলিশের উৎপাদন স্বাভাবিক রাখতে এই নিষেধাজ্ঞা জারি করে আসছে।

এর ফলে গত নয় বছরে দেশে ইলিশের উৎপাদনের হার ৬৬ শতাংশ বেড়েছে। তথ্য-ইউএনবি।

আজকের বাজার/এমএইচ