ইতালি ও ভ্যাটিকান সফর শেষে আজ শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় তাঁকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি চার দিনের সরকারি সফরে ইতালিতে যান প্রধানমন্ত্রী। ফেরার পথে যাত্রাবিরতি করেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের বিমানটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইতালিতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা ইফাদের পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগদান করেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা ভ্যাটিকান সিটি সফর করেন এবং পোপের সঙ্গে বিশেষ বৈঠকে অংশ নেন।
আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮