নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে তেইশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সোমবার ০১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মাসব্যাপী এই মেলা উদ্বোধন করবেন।
তার আগের দিন রোববার শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, এই মেলা শুধু ব্যবসা-বাণিজ্য প্রসারেই কাজ করে না, এটা একটা বিনোদনের কেন্দ্রেও পরিণত হয়েছে।
আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বাণিজ্য মেলা চলবে। মেলায় ঢুকতে বড়দের ৩০ টাকা এবং ছোটদের ২০ টাকার টিকেট কিনতে হবে।
তোফায়েল বলেন, প্রতিবারের মতো এবারও নতুন আঙ্গিকে মেলা চত্বর সাজানো হয়েছে। পদ্মা সেতুর আদলে মূল ফটক নির্মাণ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বঙ্গবন্ধু প্যাভিলিয়নের আকার দ্বিগুণ করা হয়েছে।
আয়োজকরা জানান, এবার মেলায় ৫৮৯টি প্যাভিলিয়ন ও স্টল থাকবে। এরমধ্যে ১১২টি বড় ও ৭৭টি মিনি প্যাভিলিয়ন।
থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস এবং দক্ষিণ কোরিয়ার ৪৩টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।
এক প্রশ্নের জবাবে তোফায়েল জানান, ২০২০ সাল থেকে পূর্বাচলে স্থায়ীভাবে বাণিজ্য মেলা হবে।
বাণিজ্য সচিব শুভাশীষ বসু, ইপিবি ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আজকের বাজার: আরআর/ ০১ জানুয়ারি ২০১৮