আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও স্কটল্যান্ড।
ব্যাটসম্যানদের দৃড়তায় রানের পাহাড় গড়েছিলো স্কটিশরা। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে চমক দিয়েছে স্কটল্যান্ড। এডিনবার্গে ইংলিশদের ৬ রানে হারিয়েছে তারা। তাই বেশ উজ্জীবিত স্বাগতিকরা।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষদল পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবেনা। ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। এছাড়া, বোলিং র্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন স্পিনার শাদাব খান।
এর আগে, মাত্র একবারই মুখোমুখি হয়েছিলো দু'দল। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সেই আসরে ৫১ রানে জিতেছিলো পাকিস্তান।
আজকের বাজার/আরআইএস