বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্লে-অফের লড়াইয়ে আজ রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন।
বুধবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু’ বিপিএলের ৩৮তম ম্যাচে লড়বে ঢাকা ও রংপুর।
এদিকে, এবারের আসরে লিগ পর্ব থেকে মিশন শেষ করেছে সিলেট থান্ডার। এরইমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এছাড়া প্লে-অফের দৌঁড়ে রয়েছে ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।
তবে প্লে-অফের দৌঁড়ে থাকা খুলনা, কুমিল্লা ও রংপুরের চেয়ে ভালো অবস্থানে রয়েছে ঢাকা। ৯ খেলায় ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ঢাকা। আর মাত্র একটি জয় পেলেই তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হবে মাশরাফী বাহিনীর। এদিকে, ৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে খুলনা। আর সমান ১০ ম্যাচে অংশ নিয়ে কুমিল্লার সংগ্রহ ১০ ও রংপুরের ৮ পয়েন্ট।
টানা দুইটি জয়ের স্বাদ নিয়ে রংপুরের বিপক্ষে খেলতে নামবে ঢাকা। সর্বশেষ দুই ম্যাচে দুর্দান্ত দু’টি জয় ছিলো ঢাকার। নিজেদের মাঠে রাজশাহী রয়্যালসকে ৭৪ রানে ও সিলেটের মাঠে খুলনা টাইগার্সকে ১২ রানে হারায় মাশরাফী বাহিনী। তাই পরের ম্যাচেই হ্যাট্রিক জয় তুলে নিয়ে প্লে-অফ নিশ্চিত করতে চান ঢাকার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
মোহাম্মদ সালাউদ্দিন বলেন, প্লে-অফের টিকিট পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। তাই পরের ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আরো দুই পয়েন্ট লাগবে, যা দিয়ে হয়তো প্লে-অফ নিশ্চিত করতে পারবো।
এদিকে, রংপুরের আগের ম্যাচটি ছিলো সিলেটের মাটিতে। ওই ম্যাচে স্বাগতিক সিলেটকে ৩৮ রানে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরে রংপুর। তাই জয়কে সঙ্গে নিয়ে আজ ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে রংপুর। প্লে-অফে খেলতে হলে লিগ পর্বে শেষ দুই ম্যাচে জিততেই হবে রংপুরকে। সেই সঙ্গে অন্যান্য দলের হার কামনা করতে হবে রংপুরকে। রংপুরের শেষ দুই ম্যাচ এই ঢাকার বিপক্ষেই।
তবে প্লে-অফে খেলার আশা ছাড়ছেন না রংপুরের ইংল্যান্ডের খেলোয়াড় টম অ্যাবেল। তিনি বলেন, অবশ্যই দলের দৃষ্টিকোণ থেকে এটি খুবই হতাশার (১০ ম্যাচে রংপুরের ৮ পয়েন্ট)। আমরা খুব বাজেভাবে প্রতিযোগিতা শুরু করেছি। এখন শেষ দুই ম্যাচে জিততে হবে এবং অন্য দলগুলোর ফলাফল আমাদের প্লে-অফে খেলার সুযোগ করে দিতে পারে।
আজকের বাজার/আরিফ