অ্যাপ ভিত্তিক পরিবহন সেবা ‘পাঠাও’ ও বাহন আজ বন্ধ থাকবে। গতকাল বুধবার প্রতিষ্ঠান দুটি গ্রাহকদের মোবাইলে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানায়।
‘পাঠাও’ এর এসএমএসে বলা হয়, ‘প্রিয় রাইডার, আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, পাঠাও রাইডস সার্ভিস ৮ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সাময়িক ভাবে বন্ধ থাকবে। ‘পাঠাও’ ফুড ঢাকার কিছু নির্দিষ্ট স্থানে চালু থাকবে। সবসময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সার্ভিস পুনরায় চালু হওয়ার সাথে সাথে আপনাকে অবহিত করা হবে।’
তবে কেন সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে কিছু বলেনি প্রতিষ্ঠানটি।
একই ধরনের একটি এসএমএস পাঠিয়েছে অ্যাপ ভিত্তিক আরেকটি সেবা প্রতিষ্ঠান ‘বাহন’। তাতে বলা হয়েছে, ‘Dear Sir/Madam,Our service will remain closed at 8 Feb, 12.01am-11.59pm due to App maintenance. We are extremely sorry for that.’
অর্থাৎ, অ্যাপ সংক্রান্ত সংস্কার কাজের জন্য বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সেবা বন্ধ রাখবে প্রতিষ্ঠানটি।
আজকের বাজার : আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮