আজ বিশ্ব আবহাওয়া দিবস

আজ ২৩ মার্চ। বিশ্ব আবহাওয়া দিবস। ‘ওয়েদার- রেডি, ক্লাইমেট স্মার্ট’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুক্রবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। এ উপলক্ষে আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

অধিদপ্তরের সদর দপ্তরসহ গুরুত্ব অনুযায়ী দেশের বিভিন্ন শাখা অফিসে দিবসটি সীমিত আকারে পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব আবহাওয়া সংস্থা ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। এর পরের বছর থেকে সারাবিশ্বে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে আসছে।

আরএম/